Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বিলাশপুর ইউনিয়ন

 

বাংলাদেশের রাজধানীর অদূরে ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বিলাসপুর ইউনিয়ন । এ ইউনিয়নটি পূর্বে মাহমুদপুর ইউনিয়নের অংশ ছিল । পদ্মা নদীর কূল ঘেষে নদী বাহিত পলি মাটি থিতিয়ে পড়ে গড়ে উঠা বিস্তির্ন এলাকা কাল পরিক্রমায় আজ বিলাশপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৯ নং বিলাসপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –২৫১৮.৩০ একর

গ) লোকসংখ্যা – ১৪,২৬৮জন (পুরুষ ৬,৮৪৮জন মহিলা ৭,৪২০ জন) খানার সংখ্যাঃ ২,৮৯৮ টি।

ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা - ০২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/মটর সাইকেল।

জ) শিক্ষার হার – ৩২.৩৫ %। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

        কলেজ - নাই

       মাধ্যমিক বিদ্যালয় - ১টি

       নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - নাই

       সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬ টি       

       মাদ্রাসা- ৩০ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব রাশেদ চোকদার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – বিলাসপুর পদ্মার পাড়

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০১২ খ্রি:

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২২-০২-২০২২ খ্রি:

                                    ২) প্রথম সভার তারিখ – ২৩-০২-২০২২ খ্রি:

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২২-০২-২০২৬ খ্রি:

ঢ) গ্রাম সমূহের নাম :

ওয়ার্ড নং

গ্রাহকের নাম

১নং ওয়ার্ড

বিলাসপুর, ছোট রাম নাথপুর

২নং ওয়ার্ড

হাজার বিঘা, আলমখার চর, আলী নগর, চর বঘুদেবপুর

৩নং ওয়ার্ড

মাঝির চর, বড় রাম নাথপুর

৪নং ওয়ার্ড

পূর্বচর, রাধানগর উত্তর

৫নং ওয়ার্ড

রাধানগর দক্ষিন

৬নং ওয়ার্ড

দেবীনগর উত্তর

৭নং ওয়ার্ড

কুতুবপুর

৮নং ওয়ার্ড

দেবীনগর দক্ষিন

৯নং ওয়ার্ড

কুলছড়ি, কৃঞ্চদেবপুর

(ছ) খানার সংখ্যাঃ ২,৮৯৮ টি।

(জ) ভোটারঃ মোট= ৯,৮২৪ জন (পুরুষ=৫,০৩৩জন মহিলা=৪,৭৯১ জন)

ঝ) ইউনিয়ন পরিষদ জনবল –

               (১) নির্বাচিত চেয়ারম্যান – ০১ জন।

               (২) নির্বাচিত সদস্য - ০৯ জন

               (৩) নির্বাচিত সংরক্ষিত সদস্য - ০৩ জন

               (৪) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               (৫) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।